বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এবং সবাই চায় সোশ্যাল মিডিয়াতে নিজের একটা পরিচয় তৈরি করতে। এর জন্য অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করে। তবে সোশ্যাল মিডিয়াতে দ্রুত সবার পরিচিত হওয়ার সেরা উপায় হচ্ছে বেশি বেশি করে বিউটি ক্যামেরা সফটওয়্যার দিয়ে নিজের ছবি তুলে পোস্ট করা।
কিন্তু অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি পোস্ট করতে চান না। এর কয়েকটি কারণ হতে পারে। যেমন, তার ছবি দেখে অন্যেরা তার সম্পর্কে কি ভাববে, তাকে কি সুন্দর লাগছে কিনা। এসব অনেক প্রশ্ন যখন মাথায় আসে তখন সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করতে চান না। অনেকে আবার আছেন যারা সঠিক পদ্ধতি না জানার কারণে ভালো ছবি তুলতে পারেন না। আমরা অনেকেই সেরা ক্যামেরা ফোন সম্পর্কে জানি না। ফলে সেরা ক্যামেরা ফোন কিনতে পারি না।
সাধারণত স্মার্টফোনের built-in ক্যামেরা দিয়ে ছবি তুললে অনেক সময় ত্বকের রঙ সুন্দর উঠে না কিন্তু এমন যদি হয় যে আপনি শুধু ক্যামেরা ওপেন করে ছবি তুললেই অসাধারণ ছবি ক্যাপচার করতে পারবেন। তাহলে কেমন হয়? হ্যাঁ! এটি সম্ভব। বর্তমান সময়ে বেশ কিছু বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে ছবি তুললে নিমিষেই অসাধারণ কিছু ছবি পেয়ে যাবেন। আজকের এই আর্টিকেলের এমনই পাঁচটি সেরা বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাকে জানাবো যেগুলো ব্যবহার করে ছবি তুললে মুহূর্তেই সোশল মেডিয়া রেডি ছবি তুলতে পারবেন। ছবি তোলার পর আপনাকে এডিট করতে হবে না। পাশাপাশি এই বিউটি ক্যামেরা ডাউনলোড করার উপায় সম্পর্কে জানাবো। তবে তার আগে জেনে নিন এই সেরা বিউটি ক্যামেরা সফটওয়ারগুলো যেভাবে ডাউনলোড করবেন।
বিউটি ক্যামেরা সফটওয়ার ডাউনলোড করার উপায়
এই পোস্ট দেখানো সব বিউটি ক্যামেরা সফটওয়্যারগুলো খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আমাদের সবার ফোনে প্লে স্টোর অ্যাভেলেবল রয়েছে। এই এপ্লিকেশন গুলো Play Store পেয়ে যাবেন। এবং প্রতিটি বিউটি ক্যামেরা সফটওয়্যার ডাউনলোড লিংক আমাদের এই আর্টিকেলে দিয়ে দেওয়া হবে। সেখানে ক্লিক করলেই আপনার Google প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে খুব সহজেই আপনাদের ফোনে বিউটি ক্যামেরা সফটওয়্যার ইন্সটল করতে পারবেন। আপনার ফোনে যদি গুগল প্লে স্টোর না থাকে তাহলে কিভাবে গুগল প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করা যায় সম্পর্কিত আর্টিকেলটি পড়ুন।
সেরা ৫টি বিউটি ক্যামেরা সফটওয়ার লিস্ট
- YouCam Perfect
- B612 Free Selfie Camera, Photo Editor & Video App
- Sweet Snap -Beauty Selfie Plus Camera, Face Filter
- Candy Camera- Selfie
- SODA- Natural Beauty Camera
Youcam Perfect
Youcam Perfect গুগোল প্লে স্টোরে থাকা অন্যতম জনপ্রিয় একটি বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন। গুগল প্লে স্টোরে 300 মিলিয়ন এর অধিক ডাউনলোড রয়েছে। পাশাপাশি এটি অন্যতম সেরা একটি বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে কোন স্মার্টফোন দিয়ে মুহূর্তেই সোশল মেডিয়া রেডি ছবি তুলতে পারবেন। পাশাপাশি অ্যাপ্লিকেশনটির দিয়ে ছবি এডিট করতে পারবেন।
Pros
- Apply beauty effects live while the camera is opened
- Edit an image after clicking it
- Remove unwanted objects from image
- In built sharing system
- Active developer support
Cons
- Too many ads
- In-app purchase for premium contents
B612 Free Selfie Camera, Photo Editor & Video App
আপনি যদি সবথেকে জনপ্রিয় বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন সম্পর্কে জিজ্ঞেস করেন একমাত্র উত্তর হবে B612 Free Selfie Camera, Photo Editor & Video App। গুগোল প্লেস্টরে 500 মিলিয়ন এর অধিক ডাউনলোড এবং 4.2 স্টার রেটিং নিয়ে এটি প্লে স্টোরের সেরা চতুর্থ অবস্থানে থাকা ফ্রী ক্যামেরা অ্যাপ্লিকেশন। বিউটি সেলফি, ফিল্টার, ইফেক্ট, মেকআপ, স্টিকার, টেমপ্লেট ইত্যাদি সহ বিভিন্ন অসাধারণ ফিচার থাকছে এই অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এই অ্যাপ্লিকেশন থেকে আপনার ছবিকে এডিট করে দেহের আকৃতিও পর্যন্ত সুন্দর করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের বিশেষ একটি ফিচার হচ্ছে এটি দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন।
Pros
- Huge collections of effects and stickers
- You can create your own filters easily
- Real time filters
- Effects will be recommended according to your face shape and other factors
- More than 500 built-in musics for your video
Cons
- Video quality isn’t so good
- Heavy app and doesn’t work smoothly in all devices
- Many downgrade from past versions
Sweet Snap -Beauty Selfie Plus Camera, Face Filter
আপনি যদি এমন কোন বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন খুঁজেন যেখানে আপনার ক্লিক করা প্রতিটি ছবিতে আপনাকে সুন্দর করে তুলবে, সে ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি আপনার চাহিদা পূরণ করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটির লাইভ ফেস ফিল্টার ফিচারের মাধ্যমে ক্যামেরা চালু থাকা অবস্থাতেই বিভিন্ন ফিল্টার ইফেক্ট স্টিকার ব্যবহার করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে 100 মিলিয়ন এর অধিক বার ডাউনলোড করা হয়েছে। অর্থাৎ এটি অন্যতম একটি জনপ্রিয় বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন।
Pros
- More than 2800 cute animal’s face stickers
- More than hundred photo filters
- Real time Beauty effects
- Add makeup elements like lipsticks, eyebrows, blusher and more
Cons
- Too many apps
- In-app purchase most of the time
- Only Selfie, no back camera
Candy Camera- Selfie
এটি অন্যতম সেরা একটি বিউটি ক্যামেরা অ্যাপস। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সরাসরি ক্যামেরা চালু থাকা অবস্থায় চেহারার গঠন ইচ্ছে মত পরিবর্তন করে নিতে পারবেন। পাশাপাশি চেহারায় থাকা বিভিন্ন দাগ মুছে ফেলতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ফিল্টার প্রয়োগ করে ছবিকে আরও সুন্দর করতে পারবেন। পাশাপাশি অ্যাপ্লিকেশনটিতে থাকছে বিল্ট-ইন ফটো এডিটর যার মাধ্যমে আপনি চাইলে ছবি এডিট করতে পারবেন।
Pros
- Whitening, Sliming and adding beauty elements to your face
- So much stickers
- Create photo collage in different grids different styles
Cons
- Inactive developer support
- Downgrade from the last update (currently- v6.0.23-play)
SODA- Natural Beauty Camera
এটি এই লিস্টের সবথেকে শেষ এবং অন্যতম জনপ্রিয় একটি বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছবি তুলে আপনি সেখানে বিভিন্ন ধরনের বিউটি বা মেকআপ ইফেক্ট যুক্ত করতে পারবেন। যা আপনার চেহারাকে আরো আকর্ষণীয় করে তুলবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে 10 মিলিয়ন এর অধিক বার ডাউনলোড করা হয়েছে এবং রেটিং রয়েছে 4.5 স্টার।
Pros
- Real time Beauty preview
- Optimized filters for Selfie
- Potrait effects
- High resolution photos
Cons
- Some bugs in the letest update ( v5.5.0)
এই ছিল সেরা পাঁচটি বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন সম্পর্কিত আজকের আর্টিকেল। এই এপ্লিকেশনগুলো প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোড এবং রেটিং এর উপর নির্ভর করে এই লিস্টে আনা হয়েছে।
Please note: এই বিউটি ক্যামেরা সফটওয়ারগুলোর pros এবং cons Google Play store এর About this app সেকশন এবং ইউজারদের রিভিউ থেকে নেয়া হয়েছে। এই বিউটি ক্যামেরা সফটওয়ারগুলোর নাম আপডেট এর কারণে পরিবর্তন হতে পারে। কিন্তু প্রতিটি application এর সাথে দেয়া link ব্যবহার করলে সঠিক application টি খুঁজে পাবেন।
আপনি যদি কে ছাড়া অন্য কোন সেরা বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ুন
3 thoughts on “জনপ্রিয় ৫টি বিউটি ক্যামেরা সফটওয়ার ডাউনলোড করুন 2022”