গেমারদের কাছে Redmi K সিরিজ বরাবরই বেশ জনপ্রিয়। রেডমির এই নতুন K সিরিজ এর লাইন আপ হিসেবে আসছে Redmi K50 series। এই খবর আমরা অনেকদিন ধরেই শুনে আসছিলাম। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের 16 তারিখে নাকি Chaina তে লঞ্চ হচ্ছে Redmi এর নতুন K50 Gaming Edition। Redmi এর এই নতুন সিরিজ এর Gaming Edition এর ফোনটি জনপ্রিয় Car নির্মাতা Mercedes এর সাথে collaboration এর মাধ্যমে launch হবে। বিভিন্ন লিক থেকে এর specifications সম্পর্কে বেশ পরিষ্কার ধারনা পাওয়া যায়।

Display তে থাকবে 6.67″ এর একটি Super AMOLED ডিসপ্লে। সাথে অবশ্যই 120Hz refresh rate থাকবে। যেহেতু এই ফোনটি গেমারদের টার্গেট করে আনা হবে তাই এখানে 480Hz এর TSR (touch sampling rate) থাকবে। Qualcomm এর নতুন flugship প্রসেসর Snapdragon 8 gen 1 থাকবে এই ফোনে। Sony IMX686 এর 64MP সহ triple ক্যামেরা থাকবে পিছনে। এবং মজার বিষয় হচ্ছে এই ফোনের Front ক্যামেরাতেও থাকবে Sony এর IMX 596 সেন্সর।
ব্যাটারি থাকবে 4700mAh যা তুলনামূলক কম মনে হলেও এখানে Redmi এর নতুন 120W fast charging টেকনোলজি থাকবে। অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে ফুল charge করা সম্ভব হবে।
আরও যা যা থাকছে,,
Android 12
MIUI 13
LPDDR5 RAM, UFS 3.1, WIFI 6
JBL Speaker (Dual)
Dual VC Coling system
And more…..