Nvidia GPU থাকছে Mediatek Dimensity 8100 চিপসেটে

মিডিয়াটেক প্রসেসর বরাবরই পারফরম্যান্স এর দিক থেকে স্নাপড্রাগণ থেকে পিছিয়ে ছিল। যার যার কারণে আমরা মিডিয়াটেক প্রসেসর যুক্ত ফোন কিনতে চাইতাম না। তবে বর্তমান সময়ে এই চিত্র অনেকটাই আলাদা। মিডিয়াটেক বর্তমানে বেশ নড়েচড়ে বসেছে বলা যায়। মিডিয়াটেক এর লেটেস্ট Dimensity 9000 এবং Dimensity 8000 সিরিজের প্রসেসর লঞ্চ করে টেক জগতে বেশ সারা ফেলেছে। যদিও এই প্রসেসর গুলো কনসিউমার মার্কেটের কোনো ফোনে এখনও আসেনি। তবে বেশ কিছু প্রোটোটাইপ ফোনে এই প্রসেসর গুলো টেস্ট করে বেশ অবাক করা কিছু তথ্য জানা যায়।

আমরা এতদিন মিডিয়াটেক প্রসেসর পছন্দ করতাম না এর বেশ কিছু কারণে মধ্যে একটা ছিল Mali GPU। যেটা স্নাপড্রাপ্লগণ এর Andreno থেকে বেশ পিছিয়ে থাকতো। তবে মিডিয়াটেক হয়তো তার সমাধান করে ফেলেছে।

A Nvidia graphics card is attached with a computer

সবার প্রথমেই জানাই মিডিয়াটেকের Dimensity 8100 প্রসেসরটিতে থাকবে Nvidia এর GPU এমনটা শুনা যাচ্ছে। আমরা সবাই জানি যে NVIDIA পিসি বা কম্পিউটারের গ্রাফিক্স কার্ড manufacturing company এবং তাদের পিসি মার্কেটে বেশ সুনাম আছে। তো মিডিয়াটেক যদি Nvidia এর সাথে Collaboration করে এবং মিডিয়াটেক এর ফ্লাগশিপ প্রসেসর গুলোতে এই টেকনোলজি ব্যাবহার করে তাহলে মিডিয়াটেক কে থামানো কোয়ালকমের পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

Mediatek dimensity 8100

অনেক লিকস্টার বলছে Dimemsity 8100 প্রসেসর কোয়ালকমের গতবছরের ফ্লাগশিপ Snapdragon 888 এর সমান performance দিতে পারছে এই Nvidia GPU এর জন্য। সেক্ষেত্রে এই লিক যদি সত্যি হয় তাহলে Snapdragon এর কম্পিটিটর খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে। আর মিডিয়াটেক বরাবরই তাদের প্রসেসর এর দাম তুলনামূলক কম রাখে। এবারেও আশা করা যায় তার ব্যাতিক্রম হবেনা।

Leave a Comment