2021 সালের শেষের দিকে realme তাদের GT Neo 2 launch করে যা ছিল একাধারে stylish একটি ফোন অপরদিকে ছিল ওই বাজেটের সেরা প্রসেসর Snapdragon 870। এই Realme GT Neo 2 এর হাইপ শেষ হতে না হতেই আসছে এর successor Realme GT NEO 3। এই ফোনটি TENNA certification server এ দেখা গেছে। শুধু তাই নয় এর specifications জানলে আপনিও চমকে যাবেন।
Realme GT Neo 3 Expected specifications
এই ফোনে থাকবে 6.7″FHD+ 120Hz AMOLED ডিসপ্লে যেটা 10bit Color Depth সাপোর্ট করবে। Front camera থাকবে আগের বারের মতই Centered punch Hole ক্যামেরা।
তবে এর প্রসেসরে থাকছে দুর্দান্ত চমক। এখানে থাকবে Mediatek এর Letest Dimensity 8100 প্রসেসর। অনেকে মিডিয়াটেক শুনে তুচ্ছ করলেও Mediatek এর এই প্রসেসর অনেক ক্ষেত্রে Qualcomm Snapdragon 888 বা তার থেকেও better perform করেছে এমন পাওয়া গেছে। সুতরাং এটি একটি powerful ফোন হবে সেটা নিঃসন্দেহে বলা যায়।
অন্যান্য যেসব specifications থাকবে বলে আশা করা যায়:
- Camera: 50mp OIS+8mp+2mp | Selfie16MP
- Battery: 4500mAh 5000mAh
- Charging: 150/80W?
- Ui: Android 12 (UI3.0)
- Security: in display fingerprint
- Storage Type: LPDDR5,UFS 3.1
- Ram/Rom varient: 8/12 + 128/256/512GB
- 3.5mm Jack
- Thickness: 8.2mm
- Weignt: 188g
1 thought on “Midrange মার্কেট কাপাতে আসছে Realme GT Neo 3, আবারও কম দামে থাকছে যেসব অসাধারণ ফিচার”